বোলপুর:  জমি বিক্ষোভের আঁচ এবার ছড়াল বোলপুরে। অধিগৃহীত জমিতে শিল্প চেয়ে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজে বাধা জমিদাতাদের। পাঁচিল ভেঙে, আগুন লাগিয়ে বিক্ষোভ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোলপুরের রূপপুর সুপুর এলাকায় এই জমিতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছিল। সোমবার সকাল দশটা নাগাদ কার্যত রণংদেহী চেহারায় সেখানে চড়াও হন ৪০-৫০ জন গ্রামবাসী। হাতে লাঠি, বাঁশ, কেরোসিন ও পেট্রোল ভর্তি জ্যারিকেন। রে রে করে এসে বিশ্ববিদ্যালয়ের পাঁচিল ভাঙতে শুরু করে বিক্ষোভকারীরা। ভিতরে ঢুকে জলের পাইপ এবং শ্রমিকদের চালাঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। কোথাও জ্বালিয়ে দেওয়া হয় আগুন।
কিন্তু, এই আন্দোলনের কারণ কী? এই ৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল শিল্পতালুক তৈরির জন্য। বিক্ষোভকারীদের দাবি, এই জমিতে শিল্পই করতে হবে। নাহলে জমি ফেরত দিতে হবে। তিনি বলেন, আমরা জমি দিয়েছিলাম। এখনও টাকা পাইনি। চাইছি শিল্প হোক।
খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশের একটি গাড়ি। কিন্তু, বিক্ষোভকারীদের মারমুখী চেহারা দেখে তৎক্ষণাৎ সেখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে যায় তারা। সকাল এগারোটা নাগাদ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী এবং র‌্যাফ। তারা তেড়ে যেতেই বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে বেরিয়ে যায়।
আগেও এই জমিতে শিল্পতালুক তৈরির দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন জমিদাতারা। তবে পরিস্থিতি কখনও এতটা অগ্নিগর্ভ হয়ে ওঠেনি, যতটা সোমবার হল। এর জেরে আপাতত বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৈরির কাজ থমকে। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী।