ভাঙড়ে আক্রান্ত এবিপি আনন্দ, চলছে পুলিশ-গ্রামবাসী খণ্ডযুদ্ধ, বন্ধ পাওয়ার গ্রিডের কাজ
Web Desk, ABP Ananda | 17 Jan 2017 10:21 AM (IST)
ভাঙড়: অগ্নিগর্ভ ভাঙড়। খবর সংগ্রহে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত এবিপি আনন্দ। ভেঙে দেওয়া হয় ক্যামেরা। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বন্ধ রাখা হয়েছে পাওয়ার গ্রিডের কাজ। তারপরেও আজ সকাল থেকে স্থানীয় মাছিভাঙা, খামারআইট ও পদ্মপুকুর গ্রামে খণ্ডযুদ্ধ চলছে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, বাড়িতে ঢুকে ভাঙচুর চালাচ্ছে পুলিশ, ফলে অনেকে গ্রামছাড়া হয়েছেন। বেশ কয়েকজনের খোঁজ মিলছে না বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করেছে ক্ষুব্ধ জনতা। জবাবে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ। পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ বন্ধের দাবিতে গত কয়েকদিন ধরেই ভাঙড়ের বিভিন্ন এলাকায় চলছিল প্রতিবাদ-বিক্ষোভ। সমাধান সূত্র না মেলা পর্যন্ত শেষ পর্যন্ত গতকাল পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করে দেওয়া হয়। গতকাল সন্ধেয় আন্দোলনকারীদের দুই নেতাকে আটক করে কাশীপুর ও নিউটাউন থানার পুলিশ। তখন থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বেলে শুরু হয় হাড়োয়া রোড অবরোধ। পরে ওই দুই নেতাকে ছেড়ে দেওয়া হলে তখনকার মত অবরোধ উঠে যায়। কিন্তু আজ সকাল থেকে ফের অশান্ত গোটা এলাকা।