হাওড়া: অবৈজ্ঞানিক ভাবে পেট্রলে ইথানল মেশানোর প্রতিবাদ এবং কমিশন বৃদ্ধির দাবিতে প্রতীকী অবস্থান-বিক্ষোভ ওয়েস্ট বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের। হাওড়ার মৌড়িগ্রামে ইন্ডিয়ান অয়েলের ডিপোয় বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান-বিক্ষোভ শুরু হয়। এর জেরে অচলাবস্থা হাওড়ার মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপোয়।

আন্দোলনকারীদের দাবি, ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ যে কমিশন দিচ্ছে, তাতে লোকসান বাড়ছে ব্যবসায়ীদের। তাই লভ্যাংশের পরিমাণ বাড়াতে হবে। তাছাড়া, অবৈজ্ঞানিকভাবে পেট্রোলে ইথানল মেশানোয় গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে। গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে পাম্প মালিক ও কর্মীদের। ওয়েস্ট বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুষারকান্তি সেন বলেছেন, আইওসি যে তেল দেয়, তাতে আমাদের মুনাফা কমে যাচ্ছে। অবৈজ্ঞানিকভাবে ইনাথল মেশানো হচ্ছে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। আলোচনা চলছে।

আগামী ১৫ নভেম্বর দেশব্যাপী পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। ওই দিন পেট্রল পাম্প খোলা থাকলেও গ্রাহকরা পেট্রল-ডিজেল পাবেন না। পাশাপাশি সংগঠনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বৃহস্পতিবার তেল কোম্পানি থেকে পেট্রোল কেনা হবে না। পরিণামে এদিন সকাল থেকে অচলাবস্থা দেখা দেয় মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপোয়।

পরিস্থিতির জেরে গ্রাহক ও যাত্রীদের ভোগান্তি চরমে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সমস্যার সমাধান হবে কীভাবে, সে নিয়ে এখনও কোনও সূত্র বের হয়নি।