মেষ

অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি। পরিবারে কোনও পুরনো বিবাদ বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনও কাজের জন্য মনে আনন্দ বাড়তে পারে। চাকরিস্থানে সুনাম বাড়বে।



বৃষ

আজ পড়ে থাকা কাজ হয়ে যেতে পারে। শরীরে কোনও যন্ত্রণা বৃদ্ধি। নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। প্রেমে আনন্দ বৃদ্ধি।




মিথুন

আজ কথা একটু কম বলা ভাল হবে। কোনও জটিল সমস্যার সমাধান হতে পারে। কোনও বিষয়ে গর্বের কারণে কাজ নষ্ট হতে পারে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি।



কর্কট

চাকরিস্থলে কোনও জটিলতা বাড়তে পারে। নীতি নিয়ে তর্কের সম্ভাবনা। ব্যবসার দিকে আনন্দ। অপরের কোনও আচরণ আপনার খারাপ লাগতে পারে।





সিংহ

জটিল কোনও রোগের প্রকোপ। সারাদিন খরচ বাড়তে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ। গুরুজনের জন্য ডাক্তারের খরচ বৃদ্ধি। আইনি ব্যবস্থায় ভাল ফল পাবেন।




কন্যা

বিনা দোষে অপমানিত হতে পারেন। ব্যবসার দিকে চাপ বাড়তে পারে। শরীর খারাপ নিয়ে চিন্তা। বাইরের শত্রু আক্রমণ করতে পারে। অর্থ নিয়ে চাপ।




তুলা

কাজের দায়িত্ববৃদ্ধিতে বাড়িতে সময় কম দিতে হবে। কোনও মহিলার কারণে মনে আনন্দ বৃদ্ধি। চাকরির জন্য উচ্চ ব্যক্তির কাছে সুনাম। বাড়তি কোনও খরচের জন্য অর্থ চাপ।




বৃশ্চিক

প্রেমের ব্যপারে নতুন আলোচনা। রোগের জন্য খরচ বাড়তে পারে। সংসারে কোনও অতিথির জন্য বিবাদ হতে পারে। বাড়িঘর নির্মাণের জন্য আলোচনা। ব্যবসায় চাপ বৃদ্ধি।




ধনু

প্রেম প্রণয়ে জটিলতা। আর্থিক ক্ষতির আশঙ্কা। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। শত্রু নিয়ে চিন্তা বাড়বে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।




মকর

নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। সমাজে কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। অপরকে পরিচালনা করতে পারবেন। পেটের সমস্যা বাড়তে পারে।




কুম্ভ

আজ কাজের দিকে সম্মান বাড়তে পারে। প্রেমে চরম বাধা আসতে পারে। ভোগের পরিমাণ বাড়তে পারে। কর্মচারী নিয়ে সমস্যা। পিতার সঙ্গে বিবাদ।




মীন

রক্তচাপ বাড়তে পারে। কর্মস্থানের পরিবর্তন হতে পারে। চাকরির স্থানে নতুন কাজের চাপ। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। অংশীদারি ব্যবসার ব্যাপারে আলোচনা।