কলকাতা: টেটে অনিয়মকে কেন্দ্র করে বারাসতের মহাত্মা গাঁধী মেমোরিয়াল স্কুলে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। ঢুকতে বাধা দেওয়ায় অভিভাবকদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। এরপর জোর করে স্কুলে ঢুকে পড়েন অভিভাবকরা। কাল থেকে বারাসতের মহাত্মা গাঁধী মেমোরিয়াল হাইস্কুলের সামনে অবস্থানে বসেছেন চাকরিপ্রার্থীরা। প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অবস্থান।  শতাধিক চাকরিপ্রার্থীর দাবি, নিয়োগপত্র নিতে গেলে তাঁদের বলা হচ্ছে, পার্শ্বশিক্ষকের শংসাপত্র ছাড়া নিয়োগপত্র দেওয়া হবে না। কিন্তু কেন? চাকরিপ্রার্থীদের দাবি, টেটের ফর্মে একই কলামে পার্শ্বশিক্ষক ও অন্যান্য বলে দু’টি অপশন ছিল। কিন্তু, অভিযোগ, যাঁরা ‘অন্যান্য’ অপশনে টিক দিয়েছেন, টেটে তাঁদেরকেও পার্শ্বশিক্ষক হিসেবে গণ্য করা হয়েছে। সেজন্যই, এখন নিয়োগপত্র নিতে গেলে পার্শ্বশিক্ষকের শংসাপত্র চাওয়া হচ্ছে।


প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ঘিরে উত্তেজনা কলকাতাতেও। গতকাল হেস্টিংস হাউসে কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত ছিলেন শতাধিক চাকরিপ্রার্থী। অভিযোগ, এদের মধ্যে বেশ কয়েকজন প্রার্থীর নামের পাশে পার্শ্বশিক্ষক বলে উল্লেখ করা ছিল। এই চিহ্নিতকরণ ভুল বলে প্রতিবাদ করেন ওই প্রার্থীরা। শুরু হয় অবস্থান বিক্ষোভ। তাঁদের দাবি, ফ্রেশার হিসেবেই নিয়োগপত্র দিতে হবে।