কলকাতা: গোপন কুঠুরির পর এবার অস্ত্র তৈরির মেশিন। মুর্শিদাবাদের রানিনগর থেকে ধৃত আবু সুফিয়ানের বাড়ি তল্লাশিতে মিলেছে লেদ মেশিন।


তদন্তকারীদের সন্দেহ, এই মেশিনেই তৈরি হত দেশি আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট। আবু সুফিয়ানকে গ্রেফতারের দিনই তল্লাশিতে মেলে দেশি আগ্নেয়াস্ত্র ও বুলেটপ্রুফ জ্যাকেট।


এধরনের লেদ মেশিন কি আরও কোনও জায়গায় লুকোনো আছে? দিল্লিতে ৬ সন্দেহভাজন জঙ্গিকে চলছে জেরা। জিজ্ঞাসাবাদে বোমা-অস্ত্র তৈরির পদ্ধতি নিয়ে প্রশ্ন, খবর এনআইএ সূত্রে। মাদ্রাসার মাধ্যমে কিভাবে চলত জনসংযোগ, তা নিয়েও টানা জেরা।


এর আগে, গতকাল ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বলে এনআইএ সূত্রে জানানো হয়। উঠে আসছে হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের তত্ত্ব।


এনআইএ সূত্রে দাবি, ধৃত আল মামুন কামাল কেরল থেকে টাকা এনে ডোমকলের নওয়াদাপাড়ায় একাধিক মাদ্রাসা খোলার পরিকল্পনা করেছিল। এর মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহ করাই ছিল আসল উদ্দেশ্য।


১৮ সেপ্টেম্বর নওয়াদাপাড়ার বাড়ি থেকেই আল মামুনকে গ্রেফতার করে এনআইএ। এলাকার বাসিন্দাদের দাবি, স্থানীয় ধর্মীয় স্থলের পাশে এই মাদ্রাসাটি তৈরি করা হয়। আরবি শেখানোর জন্য এক মৌলবীকে নিযুক্তও করা হয়।