আলিপুরদুয়ার: আদালতের নির্দেশের পরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য? এই প্রশ্নের উত্তর জানতে চেয়ে, মুকুল রায়কে শোকজ করল আলিপুরদুয়ার আদালত। যত শীঘ্র সম্ভব উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর বিজেপির সভায়, ‘বিশ্ববাংলার’ ব্র্যান্ড ও লোগো নিয়ে বেশ কিছু মন্তব্য করেন মুকুল রায়। যার প্রেক্ষিতে আলিপুরদুয়ার আদালতের দ্বারস্থ হন অভিষেক। তিনি অভিযোগ করেন, কোনও প্রমাণ ছাড়াই ভিত্তিহীন মন্তব্য করে তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। এর প্রেক্ষিতে, ২১ নভেম্বর আদালত জানায়, আপাতত বিশ্ববাংলা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুকুল রায় কোনও মন্তব্য করতে পারবেন না। কিন্তু গত ২৫ তারিখ বিজেপির রাজ্য দফতরে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তাঁর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে, এই অভিযোগ তুলে ফের আদালতে যান অভিষেক। তার প্রেক্ষিতে এই নির্দেশ।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
নির্দেশ সত্ত্বেও কেন অভিষেককে নিয়ে মন্তব্য? মুকুল রায়কে শোকজ আলিপুরদুয়ার আদালতের
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2017 09:41 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -