পুরুলিয়া:  ওঝার নিদান, বাড়ি থেকে ভূত তাড়াতে হবে! না হলে পড়শিদের নাকি বিপদ! আর তার জেরে সালিশি বসিয়ে পরিবারকে হেনস্থার অভিযোগ। ফের কুসংস্কারের ছায়া। এবার পুরুলিয়ার কাশীপুরে।


পুলিশ সূত্রে খবর,  মাস দুয়েক আগে সুমন্ত হাঁসদা নামে এলাকার এক যুবক অসুস্থ হয়ে পড়েন।

যুবককে সুস্থ করতে হাসপাতালে না নিয়ে গিয়ে, ঝাড়খণ্ডের গিরিডিতে এক ওঝার কাছে নিয়ে যায় পরিবার। পুলিশ সূত্রে খবর,

ওঝা দাবি করে, সুমন্ত হাঁসদার পড়শি চন্দ্রকান্ত হাঁসদার বাড়িতে ভূত রয়েছে! সেজন্যই নাকি অসুস্থ হয়ে পড়েছেন যুবক!

অভিযোগ, এরপর গ্রামে সালিশি বসায় মাতব্বরবা। সালিশিতে চন্দ্রকান্তর থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে অভিযোগ। কিন্তু টাকা দিয়েও মেলেনি রেহাই। চন্দ্রকান্তর অভিযোগ, সালিশির নিদান মেনে রবিবার গিরিডি থেকে ওঝাকে গ্রামে নিয়ে আসতে হয়।

ওঝাকে ২৫ হাজার টাকা দিতে হয় বলেও দাবি গ্রামবাসীর।

অভিযুক্ত ওঝা ও তাঁর ৪ সঙ্গীকে আটক করেছে পুলিশ। ওঝার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের বক্তব্য, কুসংস্কারকে হাতিয়ার করে এসব স্রেফ বুজরুকি। কিন্তু অন্ধ বিশ্বাসের এই অন্ধকার কাটবে কবে?