মালদা: সম্পত্তির জন্য মা-কে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ ছয় ছেলের বিরুদ্ধে। ছেলেদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বৃদ্ধা মা।
তাঁর অভিযোগ, সম্পত্তির জন্য ছয় ছেলে মিলে তাঁকে পুড়িয়ে খুনের চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোবিন্দপুর গ্রামে। ৬০ বছরের পার্বতী সরকার কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য টাকা পান। এছাড়া স্বামীর মৃত্যুর পর তাঁর সম্পত্তির মালিকও তিনি।
ষাট বছরের বৃদ্ধার অভিযোগ, ছয় ছেলে মিলে তাঁর এই সম্পত্তি হাতানোর জন্য নথি জাল করে। কিন্তু, রেজিস্ট্রি অফিসে জালিয়াতি ধরা পড়ে যায়। এরপর থেকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য মায়ের ওপর শুরু হয় অত্যাচার। সম্প্রতি ছয় ছেলে মিলে মায়ের গায়ে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে খুনের চেষ্টা করে বলেও অভিযোগ।
ছেলেদের ভয়ে এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বৃদ্ধা মা-কে। আশ্রয় নিতে হচ্ছে আত্মীয়দের বাড়িতে। তাঁর পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানকার সদস্য আখিলুর রহমান বলেন, অসহায় মহিলা। তাকে মারার চেষ্টা করছে। ন্যায় বিচারের জন্য পাশে দাঁড়িয়েছি।
প্রাণে বাঁচতে ছেলেদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন মা। ছয় ছেলেই এখনও পলাতক। পাড়া পড়শীরা বলতেন, ছয় ছেলে থাকতে তোমার চিন্তা কী! কেউ না কেউ তো দেখবেই। কিন্তু, বাস্তবে সেই ছয় ছেলের ভয়েই এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে ষাট বছর বয়সী এই বৃদ্ধাকে।