কলকাতা: আগামী ৩-৪ মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে। অগাস্টের মধ্যে শেষ করতে হবে ভোট প্রক্রিয়া । তার আগে বকেয়া সব কাজ শেষ করতে হবে । বর্ধিত কোর কমিটির মিটিংয়ে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর এসেছে। এই পরিপ্রেক্ষিতে বাসন্তী, ভাঙড়, ক্যানিংয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধে কড়া হুঁশিয়ারি মমতার। গণ্ডগোল মেটাতে না পারলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিলেন তিনি।
অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ দেখতে চন্দ্রিমাকে দায়িত্ব। দোলাকে মাথা না গলাতে নির্দেশ। দলের ট্রেড ইউনিয়নেও অন্তর্দ্বন্দ্বে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী।
তৃণমূল নেত্রী কেন্দ্রের বিজেপি সরকারকেও নিশানা করেছেন। আগামীকাল সাধারণ বাজেট পেশ করবে মোদী সরকার। ভোটের দিকে তাকিয়ে এই বাজেট পেশ করা হতে পারে বলে অভিযোগ করেছেন তিনি।
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। আগামী ৮ মার্চ পর্যন্ত মিটিং-মিছিলের কর্মসূচি তৃণমূলের।
পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দলকে আন্দোলনের পথে রাখাই যে উদ্দেশ্য তাঁর, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা।
আগামী ৩-৪ মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট, দলীয় বৈঠকে জানালেন মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Jan 2018 02:57 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -