মুখ্যসচিব বলেন, ‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন হচ্ছে আজ। স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে রোগীর সব তথ্য। রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে সব তথ্য এক ক্লিকেই।’
পাশাপাশি মুখ্যসচিব জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাজ্যে হাসপাতালে বেডের ঘাটতি নেই। রাজীব সিনহা বলেন, ‘রাজ্যে দৈনিক করোনা পরীক্ষা ৩৫ হাজার ছাড়িয়েছে। ৬০ হাজারের বেশি বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া হয়েছে।‘ তিনি যোগ করেছেন, ‘৭ দিনের মধ্যে রাজ্যের ৮৪টি কোভিড হাসপাতালের তথ্য মিলবে।’