দুর্গাপুর: চায়ের দোকানে মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর। আহত দু’পক্ষের ১০। অন্যদিকে, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
চায়ের দোকানে চা নয়, বিক্রি হচ্ছে মদ। এমনই অভিযোগ ঘিরে শুক্রবার রাতে ধুন্ধুমার বাধল দুর্গাপুরের বি জোনে। এক পাড়ার বাসিন্দাদের অভিযোগ, চায়ের পাশাপাশি এখানে বিক্রি হয় মদও। যদিও অন্য পাড়ার বাসিন্দাদের দাবি, চায়ের দোকানে মদ বিক্রির অভিযোগ ভিত্তিহীন। শুক্রবার রাতে এই নিয়ে বিবাদই গড়ায় হাতাহাতিতে। সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের ১০ জন আহত হয়েছেন। তার মধ্যে কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর বি জোনের বাসিন্দা রাম দলুই জানিয়েছেন, চায়ের দোকানে মদ বিক্রি হয়, আমরা প্রতিবাদ করলে মারধর, পুলিশ আমাদের কথা শোনেনি। আরেক বাসিন্দা বলছেন, আমাদের ছেলে গাড়ি নিয়ে যায়, পুলিশের গাড়ি ভাবে, পরে মারধর, চায়ের দোকানে মদ বিক্রির অভিযোগে আমাদের মারধর করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। ইটের ঘায়ে আহত হন ৩ পুলিশকর্মী। শেষে লাঠি উঁচিয়ে বিবাদমান দুই গোষ্ঠীকে হঠিয়ে দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় কমব্যাট ফোর্স।