মহম্মদবাজার: বিয়ের পরও প্রাক্তন প্রেমিকাকে উত্যক্ত করার অভিযোগ। ঘটনা ঘিরে তুলকালাম কাণ্ড বীরভূমের মহম্মদবাজারে। দুই পরিবারের সংঘর্ষে আহত বেশ কয়েকজন।

স্কুল থেকেই প্রেম। কিন্তু এই সম্পর্কে রাজি ছিল না মেয়ের পরিবার। মাসখানেকের মধ্যেই অন্যত্র বিয়ে হয়ে যায় মেয়ের। অশান্তির সূত্রপাত সেখান থেকেই। শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে মহম্মদবাজারের মালাডাং গ্রাম। অভিযোগ, রাতে ছেলের বাড়িতে হামলা চালায় মেয়ের পরিবারের সদস্যরা। লাঠি, বাঁশের আঘাতে মাথা ফাটে বেশ কয়েকজনের। পাল্টা শনিবার সকালে মেয়ের বাপের বাড়িতে হামলার অভিযোগ ওঠে প্রেমিকের আত্মীয়দের বিরুদ্ধে।

মেয়ের পরিবারের এই দাবি উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত। সকালে ঘটনাস্থলে যায় মহম্মদবাজার থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দু’পক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়।