সোনারপুর: হুগলির চুঁচুড়ায় যখন বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী ও সন্তানকে খুনের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তখন টাকার দাবিতে বধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শ্বশুরবাড়িতে মিলল গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ।
বছর পাঁচেক আগে সোনারপুরের বনহুগলির বাসিন্দা, আরিফ আলি মোল্লার সঙ্গে বিয়ে হয় ইয়াসমিন বিবির। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা অজুহাতে মেয়েকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিতেন শ্বশুরবাড়ির লোকেরা। টাকা না দিলেই জুটত মার। সম্প্রতি ফের স্ত্রী-র কাছে ২০ হাজার টাকা চান আরিফ। সেই টাকা না দেওয়াতেই ইয়াসমিনকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
স্বামী-শ্বশুর-শাশুড়ি-সহ ৬ জনের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে নিহত বধূর পরিবার। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
সোনারপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, ২০ হাজার টাকা না দেওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Oct 2017 09:00 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -