বিটন চক্রবর্তী, কোলাঘাট: ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে চাপানউতোরের মধ্যেই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে টাকার বিনিময়ে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ঘিরে কোলাঘাটে উত্তেজনা। বিডিও-র গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কোলাঘাটের পাইকপাড়ি গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে না বলে নোটিস টাঙিয়েও ঘুরপথে টাকার বিনিময়ে টিকা দেওয়া হচ্ছে। একজনের ক্ষেত্রে ৫০০ ও দু’জন একসঙ্গে নিলে ৮৩০ টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তদন্তের আশ্বাস দিয়েছেন কোলাঘাটের বিডিও। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলের মদতে ভ্যাকসিন-দুর্নীতি চলছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের।


কোলাঘাটের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  টাকার বিনিময়ে এজেন্ট মারফত ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভেতরেই  চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের  অভিযোগ কোলাঘাটের ওই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে না নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়। তারপরও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রোগীর আত্মীয়রা দেখতে পান সেখানে কখনও দুজন, কখনও  একজন ভ্যাকসিন নিচ্ছেন। এমনকি রোগীর আত্মীয়দের দাবি, তাঁরা যখন ভ্যাকসিন নিয়ে জোরাজুরি করেন তখন সেখান থেকে বলা হয় একজন নিলে ৫০০,  একসঙ্গে দুজন নিলে ৮৫০ টাকা দিতে হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট বিট হাউস থানার পুলিশ।


এরপর বিডিওর গাড়ি ঘিরে ধরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এবিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও। কোলাঘাটের বিডিও তাপস হাজরার বক্তব্য, টাকা দিয়ে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি সামনে আসায় ব্লক স্বাস্থ্য আধিকারিককে তদন্ত করতে বলা হয়েছে। তবে বিডিওর এও বক্তব্য, প্রাথমিকভাবে তিনি জেনেছেন টাকা দিয়ে নয়, কিছু সুপার স্প্রেডারদের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। আর এই বিষয়টি সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতে এইভাবে টাকা দিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। যদিও বিজেপির এই অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।