গোপাল চট্টোপাধ্যায় এরশাদ আলম, শান্তিনিকেতন: শান্তিনিকেতনে কোপাই নদীর তীরে জমি দখলের অভিযোগ। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এলাকা পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিকরা। দখল প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস প্রশাসনের।


শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী কোপাই নদী বিক্রি হয়ে যাচ্ছে। এমনই গুরুত্ব অভিযোগ তোলেন স্থানীয় আদিবাসী মানুষজন ৷ এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। এদিন কোপাই নদীর পাড় দখল হয়ে গিয়েছে কি না তারই পরিদর্শনে আসেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা। এদিন, প্রাথমিকভাবে জমি মাপঝোপ করে দেখেন আধিকারিকরা ৷ জানানো হয়েছে, পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে জমি মাপা হবে। এমনকি, নদীর তীরের জমি দখল করে রাখলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বড় বড় প্রভাবশালী জমি মাফিয়া সমস্ত জমি দখল করে নিচ্ছে। প্রশাসনকে এই নিয়ে একাধিকবার অভিযোগও করা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রশাসনের তরফে আজকে আধিকারিকরা এসেছিলেন। আমাদের সমস্ত অভিযোগ জানিয়েছি । প্রশাসন এসব থেকে কোনও সহযোগিতা না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। টাকা দিলেই সমস্ত কাগজ তৈরি হয়ে যায়। বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সঞ্জয় রায় তাই এই জমি জায়গা পরিদর্শন করে। তিনি বলেন, যদি কোনওরকম বেআইনি কাজ বা অনিয়ম দেখতে পাই তাহলে আমরা আইনানুগ সমস্ত রকম ব্যবস্থা নেব।