বসিরহাটে লকডাউন অমান্য করে শ্যুটিংয়ের অভিযোগ,মারমুখী গ্রামবাসীরা, লুকিয়ে পড়া কলাকুশলীদের উদ্ধার করে গ্রেফতার পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2020 09:56 PM (IST)
লকডাউনের অমান্য করে শ্যুটিংয়ের অভিযোগ। বসিরহাটে মারমুখী গ্রামবাসীদের হাত থেকে অভিনেতা-কলাকুশলীকে উদ্ধার করে গ্রেফতার করল পুলিশ।
NEXT
PREV
কলকাতা: লকডাউনের অমান্য করে শ্যুটিংয়ের অভিযোগ। বসিরহাটে মারমুখী গ্রামবাসীদের হাত থেকে অভিনেতা-কলাকুশলীকে উদ্ধার করে গ্রেফতার করল পুলিশ।
ঘটনাটি ঘটে বসিরহাট থানার গুলাইচণ্ডি গ্রামে। পুলিশ গিয়ে কোনরকমে উত্তেজিত জনতাকে সামলে আশপাশের বাড়ির রান্নাঘর-শৌচাগারে লুকিয়ে পড়া শ্যুটিংয়ের কলাকুশলীদের উদ্ধার করে। জানা গেছে শনিবার টালিগঞ্জ থেকে ২৫/২৬ জনের একটি দল বসিরহাট গুলাই চন্ডী গ্রামে ঘোষপাড়ায় আসে। ওই গ্রামে তাদের এক সপ্তাহ ধরে একটি শর্ট ফিল্মের শুটিং করা কথা ছিল। শুক্রবার রাতে শুটিং শুরু চেষ্টা করলে বৃষ্টিতে বন্ধ হয়ে য়ায়। সকালে স্থানীয় একটি আম বাগানের মধ্যে শুটিং শুরু হয়। লকডাউন উপেক্ষা করে ছবির শুটিং করতে আসা বহিরাগতদের উপর ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা।
কলকাতা: লকডাউনের অমান্য করে শ্যুটিংয়ের অভিযোগ। বসিরহাটে মারমুখী গ্রামবাসীদের হাত থেকে অভিনেতা-কলাকুশলীকে উদ্ধার করে গ্রেফতার করল পুলিশ।
ঘটনাটি ঘটে বসিরহাট থানার গুলাইচণ্ডি গ্রামে। পুলিশ গিয়ে কোনরকমে উত্তেজিত জনতাকে সামলে আশপাশের বাড়ির রান্নাঘর-শৌচাগারে লুকিয়ে পড়া শ্যুটিংয়ের কলাকুশলীদের উদ্ধার করে। জানা গেছে শনিবার টালিগঞ্জ থেকে ২৫/২৬ জনের একটি দল বসিরহাট গুলাই চন্ডী গ্রামে ঘোষপাড়ায় আসে। ওই গ্রামে তাদের এক সপ্তাহ ধরে একটি শর্ট ফিল্মের শুটিং করা কথা ছিল। শুক্রবার রাতে শুটিং শুরু চেষ্টা করলে বৃষ্টিতে বন্ধ হয়ে য়ায়। সকালে স্থানীয় একটি আম বাগানের মধ্যে শুটিং শুরু হয়। লকডাউন উপেক্ষা করে ছবির শুটিং করতে আসা বহিরাগতদের উপর ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -