কলকাতা: সদ্য নিম্নচাপের হাত ধরে রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। এরফলে পূর্ব মেদিনীপুর, দক্ষিন ২৪ পরগনা  ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় ইতিমধ্যেই স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির কিছুটা ঘাটতি এখনও রয়ে গিয়েছে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ২২ অগাস্ট পর্যন্ত সময়ে স্বাভাবিকের তুলনায় পূর্ব মেদিনীপুরে ২৬ শতাংশ ও দক্ষিণ ২৪ পরগনায় ২২ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
এছাড়া মোটের ওপর বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক। মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি। রাজ্যে   ১ জুন থেকে ২২ অগাস্ট পর্যন্ত সময়ে বৃষ্টিপাতের এই পরিমাণ স্বাভাবিকভাবেই খারিফ শষ্য রোপনের ক্ষেত্রে সহায়ক হয়েছে।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ২১ অগাস্ট পর্যন্ত রাজ্যে মোট বৃষ্টিপাতের পরিমাণ ১০৩৮.৯ মিলিমিটার, যা স্বাভাবিক।
রাজ্যের বেশিরভাগ ধান উত্পাদনকারী এলাকায় এবার  বৃষ্টিপাত মোটের ওপর স্বাভাবিক হয়েছে। প্রায় ৯০ শতাংশ জমিতে রোপনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। যেখানে বৃষ্টিপাতের সামান্য ঘাটতি রয়েছে সেখানে আগামী কিছুদিনের মধ্যেই ঘাটতি পূরণ হয়ে যাবে বলেই আশা। কারণ, আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।