লালগড়:  এ যেন গোদের উপর বিষফোঁড়া। লালগড়ে বাঘের আতঙ্ক তো ছিলই, এবার যোগ হল হাতির তাণ্ডব। গ্রামবাসীদের দাবি, শনিবার সন্ধে থেকে এলাকায় ঢুকে পড়েছে দাঁতালের একটি দল। লালগড় বাজার, লালগড় বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলটি। জানা গিয়েছে, দলছুট হয়ে একটি দাঁতাল জমিতে ঢুকে ফসলও নষ্ট করেছে।

এদিকে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এখনও আতঙ্কের আবহ লালগড় জুড়ে। সুন্দরবন থেকে বিশেষ দল এনে বাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা চলছে। পাতা হয়েছে ২টি খাঁচা। ক্যামেরা ট্র্যাপে ধরা পড়া বাঘের ছবিগুলি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির কাছে পাঠাল বন দফতর। বন কর্মীদের আশা, এনটিসি-র কাছে থাকা তথ্য থেকে বাঘটি কোথা থেকে এসেছে, তা জানা সম্ভব। পাশাপাশি খবর দেওয়া হয়েছে, পাশের দুই রাজ্য ওড়িশা ও ঝাড়খণ্ডেও।