Amit Shah In Bengal: রতনপল্লির বাউল পরিবারে আজ মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ, কী থাকবে মেনুতে? দেখুন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 01 Jan 1970 05:30 AM (IST)

পাতে কী কী থাকবে, তা খোলসা করলেন বাউল বাসুদেব দাসে স্ত্রী উমা

NEXT PREV

বীরভূম: মেদিনীপুরের পর এবার বীরভূম! শনিবার শান্তিকুঞ্জে ভাঙন ধরানোর পর রবিবার অমিত শাহর শান্তিনিকেতন সফর। রবিতীর্থে অমিতের সফরের আগে শনিবার থেকেই সাজো সাজো রব।


বালিজুড়ির আদিবাসী পরিবারের পর রবিবার রতনপল্লির বাউল বাসুদেব দাসের পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।


কী থাকবে মেনুতে?


বাসুদেব দাসের স্ত্রী উমা দাস জানিয়েছেন,


পাতে থাকবে ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি, টমেটোর চাটনির সঙ্গে থাকবে নলেন গুড়ের রসগোল্লা। রান্না হচ্ছে কাঠের উনুনে। স্বরাষ্ট্রমন্ত্রীকে খাবার পরিবেশেন করা হবে মাটির থালার ওপর কলাপাতায়।-


যদিও, শেষ মুহূর্তে শাহি মেনুতে কিছু অদল-বদল ঘটানো হয়। পাত থেকে বাদ পড়ল টমেটোর চাটনি। অন্তর্ভুক্ত হল আলু ভাজা, স্যালাড, পায়েস ও টক দই।


বিজেপি সূত্রে খবর, রবিবার কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে অমিত শাহ পৌঁছবেন বোলপুরে। সেখান থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন শাহ। ঘুরে দেখবেন আশ্রম চত্বর।


তাৎপর্যপূর্ণভাবে, সেসময় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকরা ছাড়া থাকবেন না দলীয় প্রতিনিধিরা।


দুপুরে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুনবেন গান, শিল্পীর বাড়ির শিব মন্দিরে নীলকন্ঠ ফুল, দুধ দিয়ে শিব পুজো দেবেন শাহ।


শনিবার মেদিনীপুরে আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। রবিবার শান্তিনিকেতনে বাউল বাসুদেব দাসের বাড়িতে তাঁর মধ্যাহ্নভোজ।


দুপুরের খাওয়া সেরে অমিত শাহ পৌঁছবেন বোলপুর ডাকবাংলোতে। পুজো দেবেন হনুমান মন্দিরে। পরে ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপির মিছিলে অংশ নেবেন তিনি।


মিছিল শেষে সাংবাদিক বৈঠক করার কথা শাহর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বার্তা দেন শাহ সেটাই এখন দেখার।


এই সফর উপলক্ষ্য দেওয়া অমিত শাহর কাটআউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যেখানে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন মহল। শুরু হয় রাজনৈতিক তরজা। বিতর্কিত কাটআউট নিয়ে শোরগোল পড়তেই তড়িঘড়ি তা সরিয়ে ফেলা হয়।


রবিবার শান্তিনিকেতনের সফর শেষে অমিত শাহ রওনা দেবেন দিল্লির উদ্দেশে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.