বীরভূম: ‘অনেক রোড শো করেছি, এরকম রোড শো জীবনে দেখিনি।’ বক্তা অমিত শাহ। তাঁর রোড-শোয়ে জনজোায়র দেখে আপ্লুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


অনুব্রতর গড়ে এদিন রোড শো করলেন অমিত শাহ। বোলপুর ডাকবাংলো মোড় থেকে শুরু হয় রোড শো। এক কিলোমিটারর এই যাত্রাপথে ভিড় ছিল চোখে পড়ার মতো। একাধিক জায়গায় অমিত শাহর ওপর পুষ্পবৃষ্টি করা হয়। ছিল বাউল গান ও ঢাকও।


সেখান থেকেই তিনি রোড-শোকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। অমিত বলেন, ‘বোলপুরের এই রোড শো ঐতিহাসিক। এটা মোদির প্রতি ভালবাসার প্রমাণ। বোলপুরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ।’


এদিন রোড শো থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত বললেন, "তোলাবাজি বন্ধে পরিবর্তন দরকার। বিজেপি বাংলার উন্নয়ন করবে। রোড শো ঐতিহাসিক। এরকম র‌্যালি আগে দেখিনি। মোদিজির প্রতি ভালবাসা দেখছি। হিংসা বদলে বদল জরুরি। ভাইপোর দাদাগিরি বন্ধ হবে।"


অমিতের দাবি, বাংলার উন্নয়ন করবে বিজেপির সরকারই। বলেন, ‘যেখানে বিজেপির শাসন, সেখানেই উন্নয়ন। উন্নয়নের রাস্তা থেকে সরে গিয়েছে বাংলা।’


মানুষের কাছে বিজেপিকে ভোটে জয়ী করার আহ্বানও জানান তিনি। বলেন, ‘এতদিন তো কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূলকে দেখলেন। কিন্তু তাতে কি অবস্থার কোনও বদল হয়েছে? বিজেপিকে একটি বার সুযোগ দিন, সোনার বাংলা গড়ব।’


রাজ্য সফরের দ্বিতীয় তথা শেষ দিনে এদিন বীরভূমে ছিলেন অমিত। এদিন কলকাতা থেকে হেলিকপ্টারে করে বোলপুর পৌঁছন তিনি। এদিন বিশ্বভারতীর হেলিপ্যাডে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টার।


তাঁকে স্বাগত জানান অরবিন্দ মেনন, অনুপম হাজরা, লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, রাহুল সিন্হা সহ বিজেপির একাধিক নেতা-নেত্রীরা।


প্রথমে রবীন্দ্রভবনে ঢুকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন অমিত শাহ। এরপর উপাসনা গৃহ, সঙ্গীত ভবন ঘুরে দেখেন তিনি। সঙ্গীত ভবনে তাঁর জন্য বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এরপর বাংলাদেশ ভবনেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


সেখানে অমিত বলেন, আমি মনে করি গুরুদেবকে পুরস্কার দিয়ে আসলে নিজেকে সম্মানিত করেছে নোবেল, উনি সংকীর্ণতার উর্ধ্বে ওঠেন, তাঁর সাহিত্য গোটা দেশকে সমৃদ্ধ করেছে মাথা উঁচু হয়েছে দেশের।


শান্তিনিকেতনে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে শিবমন্দিরে পুজোয় দেন অমিত। শোনেন বাউল গান।


রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে আজকের মেনুতে ছিল, ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি। স্যালাড, পায়েস, টক দইয়ের সঙ্গে শাহি মেনুতে ছিল নলেন গুড়ের রসগোল্লাও।


এদিকে, অমিত শাহর সফরের বিরোধিতা করে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে প্রতিবাদে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে চলে প্রতিবাদ। বিক্ষোভে সামিল হন বাউলদের একাংশ।


বিক্ষোভকারীদের দাবি, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।