দার্জিলিং : সাড়ে ৩ বছর পর আজ পাহাড়ে আসছেন গুরুঙ্গ। দার্জিলিং মোটর স্ট্যান্ডে জনসভা করবেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা তথা জিটিএ-র প্রাক্তন চেয়ারম্যান।


গুরুঙ্গের সভা উপলক্ষ্যে পাতলেবাসে তাঁর দলীয় কার্যালয়ে গতকাল থেকেই ঝাড়পোঁছ শুরু হয়েছে। পাশাপাশি, বিমল গুরুঙ্গের পাতলেবাসের বাড়িতে প্রার্থনা করছেন পরিবারের সদস্যরা।


সাড়ে ৩ বছর পাহাড় ছাড়া গুরুঙ্গ। তাঁর বিরুদ্ধে পুলিশ অফিসার খুনে দেশদ্রোহিতার মামলা ঝুলছে। কয়েকবছর আত্মগোপন করে থাকার পর সম্প্রতি কলকাতায় দেখা যায় বিমল গুরুঙ্গকে।


আসন্ন বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ করে তৃণমূলকে সমর্থনের কথাও ঘোষণা করেন তিনি।


এরপর ৬ ডিসেম্বর শিলিগুড়িতে প্রথম জনসভা করেন গুরুঙ্গ। দ্বিতীয় জনসভাটি ছিল শুক্রবার জলপাইগুড়ির ওদলাবাড়িতে।


অন্যদিকে, আদিবাসী ভাবাবেগে আঘাতের অভিযোগে তরাই-ডুয়ার্সে গুরুঙ্গকে ঢুকতে না দেওয়ার হুমকি দিল আদিবাসী বিকাশ পরিষদ।


জলপাইগুড়ির ওদলাবাড়িতে মোর্চা নেতার সভার পাল্টা নাগরাকাটায় সভা করল এই সংগঠন। শুক্রবার ওদলাবাড়ির সভামঞ্চ থেকে বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে এক নেপালি যুবকের নাম প্রস্তাব করেন গুরুঙ্গ।


এর প্রতিবাদে গতকাল নাগরাকাটায় পাল্টা সভা করে আদিবাসী বিকাশ পরিষদ। তাদের অভিযোগ, এর আগে গুরুঙ্গের নেতৃত্বে ২০০৭ থেকে ২০০৯, তরাই-ডুয়ার্সে সন্ত্রাস চলেছে। ফের শান্তি নষ্টের চেষ্টা করছেন গুরুঙ্গ।


তৃণমূল জেলা নেতৃত্বের আশ্বাস, এবারও আদিবাসী সম্প্রদায় থেকেই প্রার্থী নির্বাচন হবে।