তৃণমূল নেত্রীর কথায়, গাঁধীজী জাতির পিতা, বিশ্বের আইকন। এটা কেউ ভাবতে পারেন না, ক্ষমতায় আছেন বলে কী করে তাঁর সম্পর্কে এমন মন্তব্য করলেন উনি। দুঃসাহস দেখিয়েছেন।
পাশাপাশি ট্যুইট করেও অমিতের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন মমতা। লিখেছেন, আমরা যারা জনজীবনে যুক্ত রয়েছি, তারা যখন আমাদের দেশ ও বিশ্বের মহান মানুষদের নিয়ে কিছু বলি, তখন অবশ্য ভাষা প্রয়োগে চ়ূড়ান্ত সংযম দেখিয়ে ভাবাবেগের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত আমাদের।
গতকাল রায়পুরে এক অনুষ্ঠানে অমিত বলেন, কংগ্রেস কোনওদিন বড় আদর্শের ভিত্তিতে তৈরি হয়নি। সেখানে বাম-ডান সবাই ছিলেন। বড়জোর স্বাধীনতা অর্জনের লক্ষ্যে একটা মঞ্চ হিসাবে তৈরি হয় কংগ্রেস। মহাত্মা গাঁধী এটা জানতেন। সেজন্যই স্বাধীনতাপ্রাপ্তির পর কংগ্রেস ভেঙে দেওয়ার কথা বলেছিলেন। বহুত চতুর বানিয়া।