গুরুতর জখম অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নদিয়াল থানার পুলিশ। আসে আশপাশের মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, রাজাবাগান থানার পুলিশ। নামে র্যাফ। আসেন ডিসি পোর্ট। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উমপুনের ছয়দিন পরও নেই বিদ্যুৎ, নাদিয়ালে রাস্তা অররোধ ঘিরে গণ্ডগোল, মাথা ফাটল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়কের, ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2020 07:20 PM (IST)
উত্তপ্ত নাদিয়াল থানার কাঞ্চনতলা।উমপুনের তাণ্ডবের ৬দিন পরেও ফেরেনি বিদ্যুৎ।একটি এলাকায় এসেছে বিদ্যুৎ, আসেনি অন্য অংশে।প্রতিবাদে রাস্তা অবরোধ।
NEXT
PREV
দক্ষিণ ২৪ পরগনা: বিদ্যুতের দাবিতে পথ অবরোধ। আর সেই অবরোধকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। তার মাঝে পড়ে মাথা ফাটল স্থানীয় তৃণমূল বিধায়কের। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার নাদিয়াল থানা এলাকার বদরতলা। দ্রুত বিদ্যুৎ ফেরানোর দাবিতে মঙ্গলবার সকালে এলাকায় পথ অবরোধ করে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পাশের পাড়ার কিছু লোক এসে অবরোধ তুলে দিতে বলে। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। তা গড়ায় সংঘর্ষে। আশপাশের কিছু বাড়ি ও দোকানপাটেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেটিয়াবুরুজ থানার তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা। সংঘর্ষের মাঝে পরে, ইটের ঘায়ে মাথা ফাটে তাঁর।
গুরুতর জখম অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নদিয়াল থানার পুলিশ। আসে আশপাশের মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, রাজাবাগান থানার পুলিশ। নামে র্যাফ। আসেন ডিসি পোর্ট। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর জখম অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নদিয়াল থানার পুলিশ। আসে আশপাশের মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, রাজাবাগান থানার পুলিশ। নামে র্যাফ। আসেন ডিসি পোর্ট। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -