দক্ষিণ ২৪ পরগনা: বিদ্যুতের দাবিতে পথ অবরোধ। আর সেই অবরোধকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। তার মাঝে পড়ে মাথা ফাটল স্থানীয় তৃণমূল বিধায়কের। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার নাদিয়াল থানা এলাকার  বদরতলা। দ্রুত বিদ্যুৎ ফেরানোর দাবিতে মঙ্গলবার সকালে এলাকায় পথ অবরোধ করে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পাশের পাড়ার কিছু লোক এসে অবরোধ তুলে দিতে বলে। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। তা গড়ায় সংঘর্ষে। আশপাশের কিছু বাড়ি ও দোকানপাটেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেটিয়াবুরুজ থানার তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা। সংঘর্ষের মাঝে পরে, ইটের ঘায়ে মাথা ফাটে তাঁর।

গুরুতর জখম অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নদিয়াল থানার পুলিশ। আসে আশপাশের মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, রাজাবাগান থানার পুলিশ। নামে র‍্যাফ। আসেন ডিসি পোর্ট। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।