অন্ডালে ২ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2017 09:04 AM (IST)
অন্ডাল:পশ্চিম বর্ধমানের অন্ডালে ২ নম্বর জাতীয় সড়কে ট্রেলার-গাড়ি ও লরির সংঘর্ষ। মৃত একই পরিবারের ৪ জন। আহত ১। শুক্রবার রাত ১২টা নাগাদ অন্ডালের টপলাইন সেতুর ওপর দুর্ঘটনা ঘটে। বাঁকুড়ার ঝাঁটিপাহাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে, জীবন মুখোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যরা রাতে গাড়িতে করে দুর্গাপুরের এ জোনের বাড়িতে ফিরছিলেন। ২ নম্বর জাতীয় সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রডবোঝাই ট্রেলারের পিছনে ধাক্কা মারে। এরপরই গাড়ির পিছনে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহকর্তা জীবন মুখোপাধ্যায়ের স্ত্রী কণিকা, ছেলে সৌরেন, মা ভক্তি ও ভাই মিলনের। গাড়িটি চালাচ্ছিলেন মিলনই। গুরুতর আহত গৃহকর্তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ট্রেলার ও লরিচালক পলাতক।