উত্তর ২৪ পরগনা: ভোট মিটতে না মিটতে ফের তালা পড়ল আরও একটি জুটমিলে।সোমবার থেকে বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়ান জুটমিল। কাঁচামালের দামবৃদ্ধি ও উত্পাদন কমে যাওয়ার কারণ দেখিয়ে এদিন সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
গত বছরের ২৬ মে বন্ধ হয়ে যায় এই জুটমিল। অক্টোবরে খোলার পর থেকে দু’ শিফটে কাজ করছিলেন শ্রমিকরা। এদিন থেকে ফের কর্মহীন তাঁরা।
এর আগে একই রকম ঘটনা ঘটে কামারহাটির প্রবর্তক জুটমিল।
বিধানসভা ভোটের প্রথম দফার পরের দিন, গত ৫ এপ্রিল ফের দরজা খুলেছিল ওই জুটমিলের। কিন্তু পঞ্চম দফার ভোট মিটতে না মিটতে, ২৬ এপ্রিল বন্ধ হয়ে যায় কারখানা।
এদিন সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়ান জুটমিলে।
এবার বন্ধ জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়ান জুটমিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2016 02:19 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -