ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু চিকিৎসকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jan 2021 11:53 PM (IST)
কল্যাণী মেডিক্যাল কলেজে চক্ষু বিভাগের চিকিৎসক শুভ্রা পাল করোনায় প্রাণ হারালেন।
কল্যাণী: ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু চিকিৎসকের। কল্যাণী মেডিক্যাল কলেজে চক্ষু বিভাগের চিকিৎসক ছিলেন।মৃত চিকিৎসকের নাম শুভ্রা পাল। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন শুভ্রা পাল। তাঁর বয়স ৫৮। পরে ভর্তি করা হয় কলকাতার মেডিকাতে, একমো সাপোর্টে ছিলেন আজ দপুরে মারা যান। এই নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৯৫ জন চিকিৎসকের মৃত্যু হল। এদিকে, নৈহাটি হেলথ্ কেয়ার সেন্টারের মালিকের মৃত্যু। অন্যদিকে, শুক্রবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৮৬, মৃত ৭। একদিনে সুস্থ ৩৪৯ জন, সুস্থতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ। এদিকে, টিকাকরণের আজ ছিল দশম দিন। টিকাকরণের হার গতকালের চেয়ে কমে ৬৭ শতাংশে নেমেছে। এদিন কোউইন অ্যাপে প্রবল সমস্যা ছিল। প্রায় পাঁচ ঘন্টা বিভ্রাট চলে। কাগজে লিখে টিকাকরণের কাজ চলে। টিকা নেওয়ার পর ছয় জন সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ করেন। তবে কাউকেই হাসপাতালে ভর্তি করতে হয়নি।