গাড়িতে ধাক্কা লরির, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর
ABP Ananda, web desk | 30 Apr 2017 09:38 AM (IST)
তমলুক: বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। গতকাল রাত ১১টা নাগাদ তমলুকে দলীয় কর্মসূচী সেরে কাঁথির বাড়িতে ফিরছিলেন তিনি। চণ্ডীপুরের কাছে নন্দকুমার দিঘা জাতীয় সড়কে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সাংসদের গাড়ির পাশে ধাক্কা মারে। এর জেরে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। সঙ্গে সঙ্গে সাংসদের পাইলট কারের পুলিশ কর্মীরা লরিটিকে আটকান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চণ্ডীপুর থানার পুলিশ। চালককে গ্রেফতার করা হয়েছে। চালক মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি পুলিশের। তবে দুর্ঘটনায় দিব্যেন্দু অধিকারীর কোনও ক্ষতি হয় নি। রাতেই তিনি কাঁথিতে নিজের বাড়ি ফিরে যান।