এবার বিরোধীদের চোখ উপড়ে নেওয়ার হুমকি অনুব্রতর
Web Desk, ABP Ananda | 18 Nov 2017 06:09 PM (IST)
মহম্মদবাজার: ফের বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মহম্মদবাজারের কর্মিসভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে তাঁর দাওয়াই, ‘চোখ রাঙালে চোখ তুলে নেবেন, অসুবিধে নেই। পাথরের চোখ লাগিয়ে দেবেন। অনেক পাথর আছে।’ দলীয় কর্মীদের উদ্দেশে অনুব্রত আরও বলেছেন, ‘কী করে পঞ্চায়েত ভোট করাতে হয়, আপনারা জানেন। কোনও অংশে ভয় পাবেন না। ভয় পাওয়ার কারণ নেই।’ বুধবারই বোলপুরের শিবপুরে জমি দিতে অনিচ্ছুক কৃষকদের সঙ্গে তৃণমূলকর্মীদের সংঘর্ষের ঘটনার পর পুলিশকে গ্রেফতারির সময় বেঁধে দিয়েছিলেন অনুব্রত। তিনি পুলিশের সামনেই বিরোধী নেতাদের হাত-পা ভাঙা, অভিযুক্ত কৃষকদের বাড়ি ভেঙে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন। এরপরেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি দল বা প্রশাসন। এরপর আজ ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন অনুব্রত।