এমনকি মিড ডে মিল রান্নাঘরের পাশে হাইস্কুলের পড়ুয়াদের শৌচাগার তৈরি হওয়ায় বন্ধ প্রাথমিকের মিড ডে মিলের রান্না। এনিয়ে বিডিও-র কাছে তিনি অভিযোগও জানান বলে দাবি প্রাথমিকের প্রধান শিক্ষকের। তাঁর কথায় সমর্থন জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ও স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন ও বর্তমান ২ সদস্য।
ময়নাগুড়ির স্কুলে মাধ্যমিকের প্রশ্নফাঁসকাণ্ডে অভিযোগকারী শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিকে তদন্ত শুরু পুলিশের। সূত্রের খবর, প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ ও অভিযোগকারী শিক্ষকের বয়ান নেওয়া হতে পারে। প্রয়োজনে স্কুলে গিয়ে অন্য শিক্ষকদের সঙ্গেও কথা বলবে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ তদন্ত করায়, তাদের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা।