মালদা:  গাছ কাটাকে কেন্দ্র করে শরিকি বিবাদের জের। এক মহিলা-সহ ৪ জনকে কোপানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর গ্রামে।

পুলিশ সূত্রে খবর, শরিকি জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে একই পরিবারের দুই শরিক শম্ভু মণ্ডল ও সূর্য মণ্ডলের পরিবারের মধ্যে বিবাদ বাধে। সূর্য ও তার পরিবারের সদস্যরা শম্ভুর পরিবারের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। জখম হন এক মহিলা-সহ শম্ভুর পরিবারের ৪ সদস্য। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এই ঘটনায় সূর্য ও পরিবারের ১০ জনের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।