মালদা: গাছ কাটাকে কেন্দ্র করে শরিকি বিবাদের জের। এক মহিলা-সহ ৪ জনকে কোপানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর গ্রামে।
পুলিশ সূত্রে খবর, শরিকি জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে একই পরিবারের দুই শরিক শম্ভু মণ্ডল ও সূর্য মণ্ডলের পরিবারের মধ্যে বিবাদ বাধে। সূর্য ও তার পরিবারের সদস্যরা শম্ভুর পরিবারের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। জখম হন এক মহিলা-সহ শম্ভুর পরিবারের ৪ সদস্য। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এই ঘটনায় সূর্য ও পরিবারের ১০ জনের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
গাছ কাটাকে কেন্দ্র করে বচসা, তার জেরেই কোপানো হল এক মহিলা সহ ৪ জনকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2018 03:51 PM (IST)
ফাইল চিত্র
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -