জলপাইগুড়ি: লাটাগুড়ির চাঁদার-জুলুম বিতর্কে নয়া মোড়। অভিযুক্ত ক্লাব সদস্যদের বাঁচানোর চেষ্টা করেছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী। পুলিশকে চাপও দেওয়া হয়েছিল। বিস্ফোরক অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী অরিন্দম শীলের! অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে চাননি সৌরভ।

চাঁদার জুলুম থেকে রেহাই পেলেন না তৃণমূল ঘনিষ্ঠ পরিচালকও। কাঠগড়ায় তৃণমূল অনুগামী ক্লাবই। আর সেই ক্লাবকে আড়াল করার অভিযোগে অরিন্দমের নিশানায় তৃণমূলের জলপাইগুড়ির জেলা সভাপতি সৌরভ।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ছবির শ্যুটিংয়ে গিয়ে লাটাগুড়ির একটি রিসর্টে ওঠেন অরিন্দম শীল-সহ ইউনিটের অন্যান্য সদস্যরা। অভিযোগ, রাতে মোটরবাইকে করে রিসর্টে আসে শাসক দলের অনুগামী একটি ক্লাবের সদস্যরা। দুর্গাপুজোর জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। দাবিমতো চাঁদা দিতে অস্বীকার করলে শুরু হয় অভব্য আচরণ ও গালিগালাজ। দেওয়া হয় হুমকি। ইউনিটের তরফে রাতেই অভিযোগ জানানো হয় স্থানীয় ফাঁড়িতে।

অরিন্দমের দাবি, ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায়, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেন তৃণমূল নেতা সৌরভ। অরিন্দমের অভিযোগ, ‘সৌরভের সঙ্গে ক্লাবের দহরম মহরম। ফটো দেখলে হয়তো ছবিও পাওয়া যাবে। উনি সভাপতি, অথচ বললেন ক্লাবকে চিনি না। সৌরভই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। এসপিকে ফোন করেছে বলেছে নন বেলেবেল।’

তৃণমূল ঘনিষ্ঠ এই পরিচালক আরও বলেছেন, ‘মমতার আশা, লক্ষ্যকে নষ্ট করছে। সবটা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মমতা পর্যটকদের জন্য এত কিছু করছেন, ওরা ওখানে এসব করছে। আমাদের এরকম হলে পর্যটকদের কী হবে? এইসব লোক নেতা সেজে বসে আছে..দূর করে দেওয়া উচিত।’

কিন্তু এই অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলতে চাননি জলপাইগুড়ির তৃণমূল সভাপতি। তাঁর প্রতিক্রিয়া, ‘আমি আপাতত এ নিয়ে কিছু বলব না।’

অভিযুক্ত ক্লাবের দাবি, অরিন্দমের সব অভিযোগ ভিত্তিহীন। ক্লাবের প্রাক্তন সভাপতি ও জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক রাকেশ লস্কর বলেছেন, ‘অরিন্দম শীল ক্ষমতা দেখাতে এসেছিলেন। এরকম কোনও ঘটনাই ঘটেনি। মিথ্যে অভিযোগ করছে। পুরো বিষয়টি দিদিকে জানানোর চেষ্টা করছি।’

বুধবার পুলিশি প্রহরায় লাটাগুড়ি থেকে বিমানবন্দরে আসতে হয় শিল্পীদের। পুলিশ সুপার জানিয়েছেন, ‘অরিন্দম শীলের সঙ্গে চাঁদা নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল। কিন্তু বিশেষ কারও নামে এফআইআর করা হয়নি। আমরা অভিযুক্তদের ধরার চেষ্টা করছি।’

এদিকে, চাঁদা-বিতর্কের জেরে এবারের মতো দুর্গাপুজো বন্ধ করে দিয়েছে অভিযুক্ত ক্লাব।