Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পুরুলিয়ায় উদ্ধার রকেট লঞ্চার, রাইফেল, ৯৫-র অস্ত্রবর্ষণকাণ্ডের সঙ্গে যোগ?
ABP Ananda, web desk
Updated at:
06 Aug 2016 06:55 AM (IST)
NEXT
PREV
পুরুলিয়া: পুরুলিয়ার কোটশিলা থানা এলাকার খটঙ্গা গ্রাম থেকে উদ্ধার অস্ত্র। মিলেছে একটি রকেট লঞ্চার, একটি রকেট ও একে-৪৭-এর মতো দেখতে একটি রাইফেল। ১৯৯৫ সালে কোটশিলার এই এলাকাতেই বিমান থেকে একই ধরনের অস্ত্রবর্ষণ হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রগুলি সেখান থেকে লুঠ হয়েছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এ ব্যাপারে সিআইডি-র সাহায্য নেওয়া হচ্ছে। ২৪ জুলাই ঊরসুরাম ও খটঙ্গা থেকে গ্রেফতার হয় দুই অস্ত্র ব্যবসায়ী রথু প্রামাণিক ও জামালউদ্দিন আনসারি। তাদের জেরা করে গতকাল এই অস্ত্রগুলির হদিশ মেলে। পুলিশ সূত্রে খবর, ধৃত জামালউদ্দিন অস্ত্র কেনাবেচার কারবার করে। তার কাছ থেকে আগেই উদ্ধার হয়েছে একটি নাইন এম এম কার্বাইন সাব মেশিনগান, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -