কৌশিক গাঁতাইত, আসানসোল-দুর্গাপুর : ফের প্রতারণার শিকার যুবতী। এবার ক্য়ুরিয়ারের মাধ্যমে জিনিস আনাতে গিয়ে প্রায় ষাট হাজার টাকা খোয়ালেন ঐ যুবতী। ঘটনা প্রসঙ্গে ওই যুবতী অভিযোগ দায়ের করেছেন যে, ব্লু ডার্ট ক্যুরিয়ারের মাধ্যমে তাঁর একটা পার্সেল আসার কথা ছিল । সেই সংক্রান্ত বিষয়ে ঐ সংস্থাকে ফোন করলে কোনও সদুত্তর তিনি পাননি। এরপরই তিনি ঐ সংস্থার টোল ফ্রি নম্বরে ফোনও করেন । সেই ফোনও কেটে যায় বলে জানিয়েছে যুবতী। এরপরই তাঁর কাছে ফোনের মাধ্যমে নতুন করে ঠিকানা চাওয়া হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ঐ যুবতী সংস্থার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন । তখন তাঁকে সংস্থার পক্ষ থেকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে, ব্লু ডার্ট এর সঙ্গে অভব্য আচরণ করার কারণে তারা আর তাঁর জিনিসটি পৌঁছানোর দায়িত্ব নেবে না। ওরা জিনিসটি অ্যামাজনকে হস্তান্তরিত করেছে বলেও জানানো হয়েছিল।


সংস্থার পক্ষ থেকে এমন জানানোর পর আরেকটি ফোনের মাধ্যমে ওই যুবতীকে অ্যামাজনের নাম করে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তিনি অ্য়াপটি ডাউনলোডও করেন। ওই অ্যাপ রেজিস্ট্রেশন করতেই তাঁর মোবাইল নম্বর হ্যাক হয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর বক্তব্য, অ্যাপটি ডাউনলোড করার পরই ফোন পে পরীক্ষা করতে বলে প্রতারকরা। ফোন পে খুলে তিনি UPI কোড দেন। সঙ্গে সঙ্গে তিনি দেখতে পান তাঁর অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ হাজার টাকা করে কাটতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে নয় বার ধাপে ধাপে সাড়ে ৬ হাজার টাকা করে কেটে নেওয়া হয়। অভিযোগ, ওই যুবতীকে মোবাইলে ব্যস্ত রেখে ওই টাকা তুলে নেয় প্রতারকরা । ঘটনা বুঝতে পেরে ঐ যুবতী মোবাইলে কথা বলা বন্ধ করে দেন । এরপরই গোটা ঘটনাটি জানিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন ওই যুবতী ।


প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই অনলাইন শপিংয়ে মোটা অঙ্কের পুরস্কার লটারির মাধ্যমে জেতার নাম করে প্রতারণা করা বেশি কিছু ব্যক্তিকে আসানসোল থেকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছিল, অনলাইন শপিংয়ের পুরস্কার হিসেবে স্ক্র্যাচ কার্ডের মোড়কে মোটা অঙ্কের প্রলোভন দেওয়া হয়েছিল। সেই ফাঁদে পড়েই প্রতারিত হচ্ছিলেন একের পর এক। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, দক্ষিণ ভারতে চলছিল প্রতারণা চক্র। সেই চক্রেরই ৭ সদস্যকে গ্রেফতার করল উত্তর আসানসোল থানার পুলিশ।