সমীরণ পাল, অশোকনগর: ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় মূল অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। তাঁকে এদিন বারাসত কোর্টে তোলা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হল। এর আগে গতকাল ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। আর তার আগে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। গরিব মানুষের পরিচয় পত্র চুরি করে তাঁদের কাগজপত্র কাজে লাগিয়ে টাকা হাতাতো এই দলটি। এর আগে গ্রেফতার হওয়া মণিরুল ইসলাম বারাসতে বন্ধন ব্যাঙ্ক থেকে আনসার আলির অ্যাকাউন্ট থেকে তাঁরই নাম ব্যবহার করে টাকা হাতিয়েছিল। যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছিল তাদের সইও ব্যাংকে থাকার সুবাদে নকল করেছিল অভিযুক্তরা। অভিযুক্তরা সবাই ঝাড়খণ্ডে গা ঢাকা দিতে চেয়েছিল বলে জানা গিয়েছে পুলিশ মারফৎ। টাকা দিয়ে এক বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকের সঙ্গে সবকিছু মিটমাট করার চেষ্টা করেছিল অভিযুক্তরা শেষ মুহূর্তে। কিন্তু পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে যান অভিযুক্তরা।
কিছুদিন আগেই জাল চেক ভাঙিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল অশোকনগরে। তৈরি করা হয়েছিল নকল আধার ও প্যান কার্ড। অশোকনগরের ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে নেমে সামনে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। ১১ জুলাই ইন্ডিয়ান ব্যাঙ্কের ঈশ্বরীগাছা শাখার তরফে থানায় অভিযোগ দায়ের হয়। জাল চেক ভাঙিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল। তৈরি করা হয়েছিল নকল আধার ও প্যান কার্ড। অশোকনগরের ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে নেমে সামনে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। ১১ জুলাই ইন্ডিয়ান ব্যাঙ্কের ঈশ্বরীগাছা শাখার তরফে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগে উল্লেখ, ৬-৭ জন গ্রাহকের ১৩টিরও বেশি চেক জাল করে তুলে নেওয়া হয়েছে ৩০ লক্ষেরও বেশি টাকা। পুলিশের দাবি, যাদের চেক জাল করা হয়েছে, সেইসব গ্রাহকদের নামে নকল আধার ও প্যান কার্ড তৈরি করা হয়েছিল।