পশ্চিম বর্ধমান: পুলিশের হাতেই পুলিশ খুনের অভিযোগ। কনস্টেবল স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার এএসআই স্বামী। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের স্টিল টাউনশিপ।
গত ২০ নভেম্বর, নিজের ফ্ল্যাটে অগ্নিদগ্ধ হন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের দুর্গাপুর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল কণিকা দত্ত। ১ ডিসেম্বর মারা যান তিনি। মৃতের বাপের বাড়ির লোকেরা স্বামীর বিরুদ্ধে থানায় এফআইআর করেন। মৃতার স্বামী, সঞ্জীব দত্ত একই জায়গায় অ্যাসিন্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত। মৃতের পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল সঞ্জীবের। তা নিয়ে প্রতিবাদ করতেন কণিকা। যার জেরে স্ত্রীর ওপর অত্যাচার করতেন এএসআই। টাকা আনার জন্য চাপও দিতেন। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে কণিকাকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জীব দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। এএসআই-এর মা বলেন, আমি এখানে থাকি না। অশান্তি হত। এরকম হল কেন জানি না। রবিবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কনস্টেবল স্ত্রী-র, গ্রেফতার এএসআই স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2017 09:13 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -