খড়্গপুরে মর্যাদার লড়াইয়ে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2019 12:10 PM (IST)
প্রথম রাউন্ডের শেষে খড়গপুর কেন্দ্রে এগিয়ে গিয়েছিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী। যদিও তার পর থেকেই পিছিয়ে পড়েছেন জোট প্রার্থী।এরপর এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু পরে এগিয়ে যান তৃণমূল প্রার্থী। শুরু হয়ে যায় তৃণমূল কর্মীরা উচ্ছ্বাস-উত্সব।
পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর সদর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনায় শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২০, ৮১১ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূল পেয়েছে ৭২,৪২৪ ভোট , বিজেপি পেয়েছে ৫১,৬১৩ ভোট এবং বাম-কংগ্রেস জোট পেয়েছে ২২,৫৩০ ভোট। প্রথম রাউন্ডের শেষে খড়গপুর কেন্দ্রে এগিয়ে গিয়েছিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী। যদিও তার পর থেকেই পিছিয়ে পড়েছেন জোট প্রার্থী।এরপর এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু পরে এগিয়ে যান তৃণমূল প্রার্থী। এর পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তৃণমূল প্রার্থীকে। শুরু হয়ে যায় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস-উত্সব। এই আসনে লড়াই অনেকটাই প্রেস্টিজ ফাইট ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে।এই আসন থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে নির্বাচিত হওয়ার পর এই খড়্গপুর সদর বিধানসভা আসনে ইস্তফা দেন তিনি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত খড়্গপুর আসন। শেষ লোকসভা ভোটেও এই আসনে প্রায় ৪৭ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে মেদিনীপরের সাংসদ হয়েছেন দিলীপবাবু। এই আসনে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার, বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝা এবং বাম-কংগ্রেস জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল (কংগ্রেস)। রাজ্যের শাসক দলের পক্ষে এই আসনের উপনির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। শেষ পর্যন্ত মর্যাদার লড়াইয়ে বিজেপিকে হারিয়ে দিল তৃণমূল। এবারই প্রথম খড়্গপুর সদর আসনে জয় পেল তৃণমূল।