জেলা | মোট আসন | তৃণমূল | বিজেপি | বাম | কংগ্রেস | অন্যান্য |
পূর্ব বর্ধমান | ২২২ | |||||
পশ্চিম বর্ধমান | ৬৬ | |||||
হুগলি | ৩৪৫ | |||||
উত্তর দিনাজপুর | ২৭৯ | |||||
দক্ষিণ দিনাজপুর | ১৭৯ | |||||
মালদা | ৪১৬ | |||||
মুর্শিদাবাদ | ২৬৪ | |||||
আলিপুরদুয়ার | ১৮১ | |||||
বীরভূম | ৬০ | |||||
কোচবিহার | ২৬১ | |||||
জলপাইগুড়ি | ২১৭ | |||||
উত্তর ২৪ পরগণা | ৪২৫ | |||||
দক্ষিণ ২৪ পরগণা | ৬১৭ | |||||
নদিয়া | ৪৬১ | |||||
হাওড়া | ৩৪৪ | |||||
পশ্চিম মেদিনীপুর | ৪৮৭ | |||||
পূর্ব মেদিনীপুর | ৫১৪ | |||||
পুরুলিয়া | ৪৪১ | |||||
বাঁকুড়া | ১৯৪ | |||||
ঝাড়গ্রাম | ১৮৫ |
LIVE: আজ পঞ্চায়েত রায়, একনজরে পঞ্চায়েত সমিতির ফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2018 08:00 AM (IST)
NEXT
PREV
কলকাতা: আজ পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা। গণনা শুরু সকাল ৮টা থেকে। ২৯১টি কেন্দ্রে ভোট গণনা হবে। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং সবশেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। ২-৩ রাউন্ডের মধ্যে দ্রুত গণনা শেষ করার নির্দেশ কমিশনের। ভোটের অবজার্ভার, রিটার্নিং অফিসার ছাড়া কেউ গণনাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোট গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধারা। ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে গণনাকেন্দ্রে। থাকছে সশস্ত্র পুলিশ। গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনও বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -