দুর্গাপুর: দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজের ভর্তিতে অনিয়মের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।
ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হওয়া সমস্ত ছাত্রদের বিষয়ে বিশদ তথ্য আজ বিকেল চারটের মধ্যে কলেজের ওয়েবসাইটে আপলোড করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। কেপিসি মেডিক্যাল কলেজের মতো দুর্গাপুরের এই প্রতিষ্ঠানেও ম্যানেজমেন্ট কোটায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ উঠেছে। অস্বচ্ছতার অভিযোগ উঠেছে ছাত্র ভর্তির তালিকাতেও। এই দুই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিন অভিভাবক।
দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজেও ভর্তিতে অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা
Web Desk, ABP Ananda
Updated at:
09 Sep 2016 06:43 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -