উত্তর ২৪ পরগনা: পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক প্রচার চলছে। তার মধ্যেই, বাসের ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্টের।
ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের ওই সার্জেন্টের নাম অনিমেষ রায়। বাড়ি বিরাটি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে, বাড়ি থেকে বাইকে করে ডিউটিতে যাচ্ছিলেন তিনি। যশোর রোডের ওপর, দমদম এইচএমভি মোড়ের কাছে একটি গাড়িকে ডান দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করেন সার্জেন্ট। সেই সময় পিছন থেকে একটি বেসরকারি স্কুল বাস তাঁকে ধাক্কা মারে।
হেলমেট থাকলেও, মাথায় সজোরে আঘাত লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সার্জেন্টকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরই ঘাতক স্কুল বাস নিয়ে পালিয়ে যান চালক।
গত উনত্রিশে অগাস্ট, উল্টোডাঙার হাডকো মোড়ে মিনি ট্রাকের ধাক্কায়, ফুলবাগান থানার এক কনস্টেবলের মৃত্যু হয়েছিল। এবার বেঘোরে প্রাণ গেল সার্জেন্টের।
এদিকে, এদিনই উত্তর ২৪ পরগনায় কর্তব্যপালন করতে গিয়ে আক্রান্ত হন ট্রাফিক পুলিশের এক এএসআই।
৩৪ নম্বর জাতীয় সড়ক ও ব্যারাকপুর-বারাসত রোডের সংযোগস্থলে হেলাবটতলা মোড়ে ডিউটি করছিলেন তিনি। তিন সওয়ারির মাথায় হেলমেট না থাকায়, তিনি একটি বাইক আটকানোর চেষ্টা করেন।অভিযোগ, সেইসময় বাইক নিয়ে ওই পুলিশ আধিকারিককে ধাক্কা মারে অভিযুক্তরা। পড়ে যান এএসআই। বাকি পুলিশকর্মীরা ধরে ফেলেন তিন অভিযুক্তকে।