রানিনগর:  মোবাইল ফোনে গেম খেলার লোভ দেখিয়ে, চার বছরের শিশুকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। মুর্শিদাবাদের রানিনগরের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব শিশুর পরিবার।

চার বছরের শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে কলকাতার রাস্তায় আছড়ে পড়েছে বিক্ষোভ।আর এই প্রেক্ষাপটেই মুর্শিদাবাদে আরেক চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।

নির্যাতিত শিশুর মা-বাবার দাবি,  রবিবার মোবাইল ফোনে গেম খেলার কথা বলে ওই চার বছরের শিশুকন্যাকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মর্তুজা শেখ।  তারপর সে ওই শিশুটির ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।

অভিযোগ, এই ঘটনার পর শিশুটি কোনওমতে বাড়ি ফিরে আসে। আতঙ্কে মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। যন্ত্রণায় অঝোরে কাঁদতে কাঁদতে কোনওমতে মায়ের কাছে সব জানায় সে।

অসুস্থ শিশুটিকে নিয়ে মা-বাবা প্রথমে রানিনগর হাসপাতালে যান। কিন্তু, সেখান থেকে তাঁদের আগে থানায় অভিযোগ জানাতে বলা হয়।

এর মধ্যে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় গ্রামের এক চিকিৎসককে দেখানো হয়।

রাতে রানিনগর থানায় অভিযোগ দায়েরের পর শিশুটিকে ভর্তি করা হয় ডোমকল মহকুমা হাসপাতালে।

অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে মুর্শিদাবাদ  মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে দাবি,  চার বছরের শিশুটি এখনও যন্ত্রণায় ক্রমাগত কাঁদছে।  পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মর্তুজা শেখকে গ্রেফতার করেছে। পকসো আইনে মামলা রুজু হয়েছে।