গাইঘাটা: দূর সম্পর্কের দাদুর বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। অপমানে আত্মহত্যার চেষ্টা ধৃতের ছেলের।ধর্ষণের অভিযোগ ও পকসো আইনে মামলা রুজু।দাদু বলে ডাকে এলাকার শিশু-কিশোররা...গল্প শোনানোর জন্য শুরু করে পীড়াপীড়ি...কিন্তু সেই দাদুই গ্রেফতার, নাতনিকে ধর্ষণের অভিযোগে। বাবার এমন কাণ্ডকারখানায় অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা ধৃতের ছেলের।
ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার ঠাকুরনগর।
পরিবার সূত্রে খবর, জ্বরে আক্রান্ত ১০ বছরের মেয়েকে বাড়িতে একা রেখে রবিবার পরিচারিকার কাজে গিয়েছিলেন মা। পরিবার ও প্রতিবেশীদের দাবি, একা থাকার সুযোগে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করেন সম্পর্কে দাদু, মনা কাইপুত্র।
পরিবারের অভিযোগের ভিত্তিতে ৫২ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার হওয়ায় আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ধৃতের এক ছেলে।আশঙ্কাজনক অবস্থায় বনগাঁর জীবনরতন ধর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।সোমবার সকালে তিনি ছাড়া পান। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ধৃত ব্যক্তি।
ধৃতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পাশাপাশি, Protection of Children from Sexual Offences Act বা POCSO আইনের ধারায় মামলা রুজু হয়েছে।
দূর সম্পর্কের দাদুর বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Dec 2017 06:16 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -