উত্তর ২৪ পরগণা: ফের ব্যাঙ্ক প্রতারকদের খপ্পরে গ্রাহক। ফোনের মাধ্যমে প্রতারিত খোদ বিএসএনএল কর্মীই! এটিএম কার্ড ব্লক হওয়ার ভয় দেখিয়ে কৌশলে জোড়া অ্যাকাউন্টের তথ্য জেনে জালিয়াতি। ২৫ হাজার টাকা হাতানোর অভিযোগ।
উত্তর ২৪ পরগনার বাগদায় ভিনরাজ্যের ৩ এটিএম জালিয়াত ধরা পড়ার পর ৩ দিনও কাটল না। ফের ব্যাঙ্ক-প্রতারণার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনায়।এবার ঘটনাস্থল বারাসাত। বারাসাতের বাসিন্দা, বিএসএনএল কর্মী সঞ্জীব ঘোষের দাবি, রবিবার বিকেলে ব্যাঙ্কের কাস্টমার কেয়ার কর্মী পরিচয় দিয়ে এক যুবক তাঁর ল্যান্ডলাইনে ফোন করেন। বলা হয়, অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, এটিএম কার্ড ব্লক হয়ে যাবে। সমাধান কীভাবে? সঞ্জীব ঘোষের দাবি, এর উত্তরে ওই যুবক তাঁকে অ্যাকাউন্ট নম্বর দিতে বলেন। কিছুক্ষণ পর সঞ্জীব ঘোষের মোবাইল ফোনে ওয়ান টাইম পাসওয়ার্ডের মেসেজ ঢোকে। কৌশলে সেটি জেনে নেয় যুবক। বিএসএনএল কর্মীর আরও দাবি, একই কায়দায় অন্য ব্যাঙ্কের তথ্যও হাতিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পর দু’টি মেসেজ আসে সঞ্জীব ঘোষের মোবাইল ফোনে। তুলে নেওয়া হয়েছে ২৫ হাজার টাকা!
প্রতারিত হয়েছেন বুঝে সোমবার বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জীব ঘোষ। যে মোবাইল নম্বর থেকে তাঁর কাছে ফোন এসেছিল, সেই সূত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ।
এটিএম কার্ড ব্লক হয়ে যাওয়ার ভয় দেখিয়ে জোড়া অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে ব্যাঙ্ক জালিয়াতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Mar 2018 08:08 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -