পৈলান: বাইরে থেকে গুন্ডা আমদানি করে গন্ডগোল পাকানো চলবে না। পুলিশ সমঝোতা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাম নবমীতে রাজ্যের কিছু জায়গা থেকে গন্ডগোলের খবর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই বিজেপি-আরএসএসকে হুঁশিয়ারি দিলেন।
দক্ষিণ ২৪ পরগনার পৈলাসে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই প্রশ্ন করেন, রাম বলেছিলেন পিস্তল-তরবারি হাতে মিছিল করতে? কিছু হুজুগে মস্তান গন্ডগোল পাকাচ্ছে, প্রশাসন চুপ থাকবে? এটা বাংলার সংস্কৃতি নয়, রামের নাম নিয়ে বদনাম করা যাবে না।
তিনি জানান, অভিযুক্তদের অস্ত্র আইনে কড়া হাতে দমন করার জন্য প্রশাসনকে বলেছেন তিনি। তাঁর কথায়, ধর্মের নামে ব্যবসা চলছে, হিন্দু ধর্ম সর্বজনীন, এই ধর্মে সবাই সবাইকে ভালবাসে, গায়ের জোরে গুন্ডামির ধর্ম দিয়ে কিছু হয় না।
নাম না করে মমতা বলেন, একটা রাজনৈতিক দল ফেট্টি বেঁধে গণ্ডগোল পাকাচ্ছে, এই নিয়ে ভাবছে ভারতবর্ষ জয় করবে! কিন্তু বাইরে থেকে গুণ্ডা আমদানি করে এ ধরনের ঘটনা চলবে না।
পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের কাছে তিনি জানতে চান, দক্ষিণ ২৪ পরগনায় এত কম ঋণ কেন দেওয়া হয় কৃষকদের? একইসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, অন্য লোকে ব্যাঙ্কের টাকা নিয়ে পালাচ্ছে, পাচ্ছে না চাষীরা!
রামের নামে গুণ্ডামি বাংলার সংস্কৃতি নয়, সমঝোতা করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি মমতার
ABP Ananda, Web Desk
Updated at:
26 Mar 2018 01:56 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -