দক্ষিণ ২৪ পরগনা: ক’দিন আগেই খসড়া অটো-নীতি প্রকাশ করেছে রাজ্য সরকার। এর দু’সপ্তাহের মধ্যেই সামনে এল অটোচালকের আরেক গুণ্ডামি! এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে দুই যাত্রীকে মারধর করে, অটো থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ! কাতরাতে কাতরাতে রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকলেন আহতরা।
স্থানীয় সূত্রে খবর, বাসন্তী যাওয়ার জন্য দুই প্রৌঢ ক্যানিং থেকে অটোয় ওঠেন। অভিযোগ, কিছুক্ষণ পর আট জনকে অটোয় তোলেন চালক। আরও যাত্রী নেওয়ার জন্য মাতলা ব্রিজে উঠে, ফের দাঁড়িয়ে পড়েন তিনি। অতিরিক্ত যাত্রী নেওয়ার প্রতিবাদ করেন প্রথম দুই যাত্রী।
অভিযোগ, এর জেরেই তাঁদের ওপর চড়াও হন অটোচালক। মারধর করে অটো থেকে দুই প্রৌঢ়কে ঠেলে রাস্তায় ফেলে দেওয়া হয়।
তাঁদের সেখানে ফেলে রেখেই অটো নিয়ে পালিয়ে যান চালক। স্থানীয়রা উদ্ধার করে দুই প্রৌঢের চিকিৎসার ব্যবস্থা করেন। অভিযুক্ত অটোচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ভুক্তভোগীদের অনেকেই বলছেন, এরপরেও কি চুপ করে বসে থাকবে প্রশাসন? কেন অতিরিক্ত যাত্রী তোলা, মিটার চালু, অতিরিক্ত ভাড়া দাবি করার মতো স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে কড়া কোনও পদক্ষেপ করা হবে না?
ক্যানিং: প্রতিবাদী ২ যাত্রীকে বেধড়ক মেরে রাস্তায় ফেলে চম্পট অটোচালকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2016 07:47 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -