কলকাতা: মঙ্গলবার আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সময় দিয়েছেন স্পিকার ওম বিড়লা, জানালেন বাবুল। গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন আসানসোলের বিজেপি সাংসদ। 


উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বাবুল সুপ্রিয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন। খোদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি আসানসোলে প্রচারে এসে বাবুলকে সংসদে পাঠানোর ডাক দেন। ২০১৯ সালে ফের আসানসোল কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়লাভ বাবুলের। কিন্তু চলতি বছর ৭ জুলাই মোদি মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। 'ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে' বলে ফেসবুকে বার্তা দেন। পরে অবশ্য বলেন একটাই দলকে ভালোবাসি, সেটা বিজেপি। গত ৩১ জুলাই সোশাল মিডিয়ায় রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। একইসঙ্গে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ারও ঘোষণা করেন। যদিও পরে তাঁর মেয়াদ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন। ২ অগাস্ট ঘোষণা করেন, তিনি বিজেপি ছেড়ে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। এই মন্তব্যের দেড় মাস যেতে না যেতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন বাবুল সুপ্রিয়।


Babul Supriyo: মোদি মন্ত্রিসভার সদস্য থেকে যুযুধান মমতা শিবির, আড়াই মাসের মধ্যেই অভাবনীয় পটপরিবর্তন


গতমাসে তৃণমূলে যোগ দেওয়ার পর, সাংসদ পদে ইস্তফা দেওয়ার জন্য দিল্লি যান বাবুল সুপ্রিয়। লোকসভার স্পিকারের কাছে তাঁর ইস্তফাপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু, সূত্রের দাবি, ছ’দিন দিল্লিতে থেকেও স্পিকারের সঙ্গে দেখা করার জন্য সময় না পাওয়ায় এদিন কলকাতায় ফেরেন তিনি। 


আরও পড়ুন: Khardah By Poll : জয়ী তৃণমূল প্রার্থী প্রয়াত কাজল সিন্হার বাড়িতে বিজেপি প্রার্থী! পেলেন তাঁর স্ত্রীর 'আশীর্বাদ'