কলকাতা : নাটকীয়। অভাবনীয় পটপরিবর্তন বললেও হয়তো কম বলা হয়। আড়াই মাস আগে ছিলেন মোদি (Narendra Modi) মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, আর শনিবার এতদিনের যুযুধান শিবিরেই লেখালেন নাম। আসন্ন ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে প্রচার থেকে 'কাজ করার সুযোগ' পেতে পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। গত ৭ জুলাই মন্ত্রিসভার রদবদলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় আসানসোলের সাংসদকে। তারপর ফেসবুক পোস্টে নিজের অস্বস্তি প্রকাশ করলেও পরে সর্বসমক্ষে বিজেপি পার্টিতেই থাকার কথা ঘোষণা করেছিলেন। তারপর অবশ্য হঠাৎই রাজনীতি ছাড়ার ঘোষণা। আর তার কয়েকদিনের মধ্যেই নাটকীয় পট পরিবর্তন ঘটিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে যোগ দিলেন তৃণমূল শিবিরে। পাশাপাশি উসকে দিলেন একাধিক সম্ভাবনা।
একঝলকে দেখে নেওয়া যাক বাবুল সুপ্রিয়র রাজনৈতিক যাত্রাপথ-
- মার্চ, ২০১৪ - ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বাবুল সুপ্রিয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন। খোদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি আসানসোলে প্রচারে এসে বাবুলকে সংসদে পাঠানোর ডাক দেন।
- ৯ নভেম্বর, ২০১৪ - নগরউন্নয়ন মন্ত্রক এবং আবাস উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। তিনি হন কনিষ্ঠতম মন্ত্রী। ২০১৬ সালের ১২ জুলাই পর্যন্ত তিনি এই দুই মন্ত্রকের দায়িত্ব সামলান। এরপর তাঁকে রাজ্যের ভারী শিল্প এবং রাষ্ট্রায়ত্ত শিল্প দফতরের দায়িত্ব দেওয়া হয়। নরেন্দ্র মোদির যথেষ্ট আস্থাভাজন হিসেবেই পরিচিত হন।
- ২০১৯ - ফের আসানসোল কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়লাভ।
- মে, ২০১৯ - পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন দফতরের দায়িত্ব পান।
- ১৯ সেপ্টেম্বর, ২০১৯ - যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে ঝামেলায় জড়ান।
- ২০২১ - বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে বিজেপির হয়ে ভোটে লড়েন বাবুল কিন্তু জয়লাভ করতে পারেননি।
- ৭ জুলাই, ২০২১- মোদি মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। 'ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে' বলে ফেসবুকে বার্তা দেন। পরে অবশ্য বলেন একটাই দলকে ভালোবাসি, সেটা বিজেপি।
- ৩১ জুলাই, ২০২১ - সোশ্যাল মিডিয়ায় রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। একইসঙ্গে লোকসভার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ারও ঘোষণা করেন। যদিও পরে তাঁর মেয়াদ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন।
- ২ অগাস্ট, ২০২১ - ঘোষণা করেন, তিনি বিজেপি ছেড়ে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না।
- ১৮ সেপ্টেম্বর, ২০২১ - তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগদান করলেন বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাবুল সুপ্রিয়
আরও পড়ুন-‘দল বললে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও প্রচার করব’, তৃণমূলে যোগ দিয়ে বাবুল সুপ্রিয়