সুনীত হালদার, হাওড়া : ভরা বর্ষায় হাওড়া শহর এলাকার রাস্তাঘাট একেবারেই ভেঙে গিয়েছে। অনেক জায়গার রাস্তায় বড় বড় চাঙড় উঠে গিয়েছে। রাস্তায় দেখা দিয়েছে বড় বড় গর্ত। গাড়ি চলাচল থেকে হাঁটা-চলা, সবেতেই সমস্যা দেখা দিচ্ছে। রাস্তার এই অবস্থাকে কেন্দ্র করে এলাকার মানুষের অভিযোগ, হাওড়া পুরসভাকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনা বাড়ছে। পুরসভা থেকে পুজোর আগে সব রাস্তা সারানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফি বছর বর্ষায় হাওড়া পুরসভা এলাকায় রাস্তাঘাট যানবাহনের চাপে ভেঙে যায়। শহরের প্রধান রাস্তাগুলিতে অনেক জায়গায় চাঙড় উঠে গেছে। রাস্তায় খানাখন্দ ও ছোট বড় গর্তে ভরে গেছে। ওইসব গর্তে জল জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।


লিলুয়া, শানপুর, উনসানি, বেলগাছিয়া, দাশনগর, টিকিয়াপাড়া, ঘুসুড়ি সহ একাধিক এলাকায় রাস্তাঘাটের ভগ্নদশা। এলাকার মানুষের অভিযোগ, খারাপ রাস্তার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। অনেক সময় বাইক অথবা টোটো গাড়ি উল্টে যাচ্ছে। হাওড়া পুরসভাকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন, হাওড়া পুরসভার ৬৬টা ওয়ার্ডে ভাঙা রাস্তার তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি ওইসব রাস্তা সারানোর জন্য টেন্ডার ডাকা হয়েছে। হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, পূর্ত দপ্তরের পাশাপাশি হাওড়া পুরসভা কাজ করছে। ভাঙা রাস্তা সারিয়ে দেওয়া হবে।


অন্যদিকে একইরকমভাবে বাঁকড়া-দুর্গাপুর রাজ্য সড়কের হেভির মোড় থেকে বেলিয়াতোড় হয়ে ফুলবেড়িয়া মোড় পর্যন্ত রাস্তার ছবিটা ভয়ঙ্কর। অসংখ্য ছোটো, বড় গর্ত আর খানাখন্দে ভর্তি। আর ওইসব গর্তে জমে রয়েছে বর্ষার জল। ফলে অনেক আরোহীকেই বহু কষ্টে ওই রাস্তায় বাইক বা স্কুটি ঠেলে পেরোতে হচ্ছে। খড়্গপুর, বাঁকুড়া, বা দুর্গাপুর, পানাগড় যাতায়াতের অতি গুরুত্বপূর্ণ এই রাস্তার যা অবস্থা তাতে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সকলেই। বেহাল রাস্তা নিয়ে ফের কাটমানি প্রসঙ্গ তুলে শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি।