বাগনানে ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা ২ বাইকের, মৃত ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2020 09:28 AM (IST)
হাওড়ার বাগনানের নাউপালা কাছে ৬ নম্বর জাতীয় সড়কে মোটরবাইক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু। আজ ভোর সাড়ে চারটে নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ২টি মোটরবাইকে তিন যুবক কোলাঘাট ব্রিজ হয়ে কলকাতার দিকে আসছিলেন।
হাওড়া: হাওড়ার বাগনানের নাউপালা কাছে ৬ নম্বর জাতীয় সড়কে মোটরবাইক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু। আজ ভোর সাড়ে চারটে নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ২টি মোটরবাইকে তিন যুবক কোলাঘাট ব্রিজ হয়ে কলকাতার দিকে আসছিলেন। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে ২টি মোটরবাইক। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাগনান থানার পুলিশ তিনটি দেহ উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তিনজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।