কলকাতা: বাবা পেশায় রিকশাচালক। পূজার্চনাও করেন। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরনোর দশা। অথচ দারিদ্রকে জয় করে এগিয়ে চলেছে পাম্মি ঘোষাল। বাগুইআটির অর্জুনপুর চড়কতলার মেধাবী ছাত্রী মাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বর পেয়েছিল।
পাম্মির পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল স্থানীয় বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব। পাম্মির পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছে ক্লাবটি। বাগুইআটি অন্নদাসুন্দরী স্কুলের ছাত্রী পাম্মি মাধ্যমিকে চমৎকার রেজাল্ট করেছে। লকডাউনের মধ্যে অবশ্য তাদের বাড়ির অভাব আরও প্রকট হয়েছে। সংসার চালানোই দায়। পড়াশুনোর টাকা কীভাবে জোগাড় করবে, চিন্তায় ছিল পাম্মি। তখনই বন্ধুমহল ক্লাবের সদস্যরা এগিয়ে আসেন। ক্লাবের সদস্যেরা জানিয়েছেন যে, লকডাউন এবং করোনার জন্য এবার তাঁদের পুজো ছোট হয়ে গিয়েছে। কিন্তু সামাজিক কাজে তাঁরা এগিয়ে আসতে চান।
বন্ধুমহল ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে পাম্মিকে। পাশাপাশি তার সমস্ত পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ক্লাব সদস্যরা। ক্লাব সভাপতি পার্থ সরকার বলেছেন, “পুজো ছোট হলেও সামাজিক কাজে মানুষের পাশে থাকতে হবে। কারণ লকডাউনে প্রচুর মানুষ সমস্যার মধ্যে আছেন। শুধু পাম্মি নয়, আগামী দিনে আরও অভাবী কিন্তু মেধাবী - এরকম পড়ুয়ার পাশে দাঁড়াতে আমরা প্রস্তুত।”
বাবা রিকশাচালক, মেয়ে মাধ্যমিকে পেয়েছে ৯৫ শতাংশ নম্বর, মেধাবী ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিল বাগুইয়াটির ক্লাব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2020 10:20 PM (IST)
বন্ধুমহল ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে পাম্মিকে।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -